Cat Health

বিড়ালের চোখ দিয়ে পানি পড়ে কেন? এর সমাধান কি? 

বিড়ালের মায়াবী চোখ কার না ভালো লাগে? কিন্তু যদি দেখেন আপনার আদরের বিড়ালের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, তাহলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। শুধু মন খারাপ নয়, বিড়ালের চোখের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়াটাও জরুরি। এমতাবস্থায় “বিড়ালের চোখ দিয়ে পানি পড়ে কেন?” – এই প্রশ্নটা নিশ্চয়ই আপনার মনেও এসেছে।

আসলে, বিড়ালের চোখ দিয়ে পানি পড়া একটি সাধারণ সমস্যা। তবে এর পেছনে অনেক কারণ থাকতে পারে। কখনও এটা সামান্য অ্যালার্জি, আবার কখনও মারাত্মক কোনো সংক্রমণ বা রোগের লক্ষণ হতে পারে। তাই, কারণটা খুঁজে বের করে সঠিক সময়ে চিকিৎসা শুরু করা দরকার।

এই ব্লগ পোস্টে, আমরা বিড়ালের চোখ দিয়ে পানি পড়ার কারণ, লক্ষণ, প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সেই সাথে, আপনার বিড়ালের চোখের স্বাস্থ্য ভালো রাখতে কি কি করতে পারেন, সেই বিষয়েও কিছু টিপস দিবো। তাহলে চলুন, শুরু করা যাক!

বিড়ালের চোখ দিয়ে পানি পড়ে কেন? 

প্রসঙ্গ যেখানে বিড়ালের চোখ দিয়ে পানি পড়ার সেখানে বেশ কিছু ব্যাপার লক্ষণীয়। প্রথমেই দেখতে হবে পানি পড়ার ধরনটিকে। এখানে শুধুমাত্র কিছুটা পানি পড়া বুঝানো হয়নি। যদি তা হয় তবে এটা স্বাভাবিক কিন্তু যদি নিম্ম লিখিত লক্ষণের পাশাপাশি তা ঘটে তবে এখানে চিন্তার বেশ কারণ আছে। তাই প্রথমেই কিছু লক্ষণ জেনে নেয়া যাক যা ফোকাস করা জরুরি। 

  • চোখ দিয়ে অতিরিক্ত পানি পড়া
  • চোখ লাল হওয়া
  • চোখে পুঁজ বা ময়লা জমা
  • চোখ ফুলে যাওয়া
  • চোখের মণির ওপর সাদা পর্দা দেখা দেওয়া
  • বিড়ালের চোখে অস্বস্তি বা চুলকানি

এই জাতীয় লক্ষণ গুলো বিড়ালের মধ্যে দেখা গেলে সেটা কিছুটা চিন্তার কারণ, কেননা এটা হয়তো কোনো রোগ কিংবা অন্য কোন মেজর সমস্যার সম্মুখীন হয়েছে। এক্ষেত্রে আমাদের বুজতে হবে সম্ভব্য সেই সকল কারণ যার ফলে বিড়ালের চোখ দিয়ে পানি পড়ে। নিমে এরূপ কিছু কারণ নিয়ে আলোচনা করা হলো। 

বিড়ালের চোখ দিয়ে পানি পড়ার সম্ভব্য কারণ

১) অ্যালার্জি: বিড়ালের চোখে ধুলো, পরাগ, বা ধোঁয়ার মতো অ্যালার্জেনের সংস্পর্শে আসলে চোখ দিয়ে পানি পড়তে পারে। এছাড়া খাবারে অ্যালার্জির প্রতিক্রিয়াও চোখে পানি আসার কারণ।

২) সংক্রমণ: ব্যাকটেরিয়া বা ভাইরাসের কারণে বিড়ালের চোখে ইনফেকশন হতে পারে। এটি চোখ দিয়ে পানি পড়া, লাল হওয়া, এবং চোখে পুঁজ জমার মতো লক্ষণ দেখা দেয়।

৩) চোখের আঘাত: বিড়ালের চোখে কোনো আঘাত বা বস্তু (যেমন ধুলো বা কাঁটা) প্রবেশ করলে চোখ দিয়ে পানি পড়তে পারে।

৪) চোখের রোগ: বিড়ালের চোখ উঠা (কনজাংটিভাইটিস), চোখে ছানি পড়া, বা চোখের মণির ওপর আলগা পর্দা পড়ার মতো রোগের কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে।

৫) নাক এবং চোখের নালীর মধ্যে বাধা: বিড়ালের নাক এবং চোখের মধ্যে একটি নালী থাকে। এই নালী বন্ধ হয়ে গেলে চোখ দিয়ে পানি পড়তে পারে।

৭) অটোইমিউন রোগ: কিছু অটোইমিউন রোগ, যেমন ইওসিনোফিলিক, চোখের প্রদাহ এবং জলীয় স্রাব সৃষ্টি করতে পারে।

৮) কর্নিয়ার আলসার: চোখের সামনের স্বচ্ছ স্তরে আলসার হলে ব্যথা হয় এবং চোখ থেকে পানি পড়ে।

৯) ফলিকলুলার কনজাংটিভাইটিস: তৃতীয় চোখের পাতার পেছনের দিকে ফলিকল তৈরি হলে অস্বস্তি এবং জলীয় স্রাব হতে পারে।

১০) কিছু নির্দিষ্ট জাত: কিছু বিড়ালের জন্মগতভাবে চোখের নালী সংকুচিত বা বন্ধ থাকতে পারে, যা চোখ দিয়ে পানি পড়ার কারণ হয়ে দাঁড়ায়।

এবার আপনার কাজ হবে সেই কারণ খুঁজে বের করা যার জন্য আপনার বিড়ালের চোখের পানি ঝড়তে পারে। তবে যদি স্বাভাবিক ভাবে নিজে কোনো কারণ খুঁজে বের করতে না পারেন তবে আমাদের Online Vet এর সাথে পরামর্শ করে নিতে পারেন। 

বিড়ালের চোখ সাদা হয়ে যায় কেন? 

স্বাভাবিক ভাবে বিড়ালের চোখ দিয়ে যখন পানি পড়ে তখন তখন এর পাশাপাশি আরেকটা সমস্যা দেখা দেয় তা হলো চোখ সাদা হয়ে যাওয়া। এটা একটা পর্দার মত, বিড়ালের চোখ সাদা হয়ে যায় কেন সেটার বেশ কিছু কারণ আছে, সেগুলো হলো: 

১) চোখে ছানি পড়া (Cataracts): ছানি হলে চোখের লেন্স ধীরে ধীরে ঘোলা হয়ে যায়, যার কারণে চোখ সাদা দেখায়।

২) গ্লুকোমা (Glaucoma): এই রোগে চোখের ভেতরের চাপ বেড়ে যায়, যা চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত করে এবং চোখ সাদাটে হয়ে যেতে পারে।

৩) কর্নিয়ার আলসার (Corneal Ulcer): চোখের কর্নিয়াতে আলসার হলে তা সাদা দাগের মতো দেখায়।

৪) ইউভাইটিস (Uveitis): চোখের ভেতরের অংশে প্রদাহ হলে কর্নিয়া ঘোলা হয়ে যেতে পারে।

মূলত এই সকল কারণে চোখের উপর সাদা একটা লেয়ার চলে আসে যা দেখেলে মনে হয় চোখ সাদা হয়ে গেছে। তবে স্বাভাবিক অবস্থায় চোখ দিয়ে শুধু পানি পড়লে আর সাদা হলে তা ৩-৫ দিনের মত থাকে। 

বিড়ালের চোখ দিয়ে পানি পড়লে করণীয়? 

বিড়ালের চোখ দিয়ে পানি পড়লে সর্বপ্রথম করণীয় হলো এর কারণ খুঁজে বের করা। এরপর সেই অনুযায়ী চিকিৎসা শুরু করতে হবে। ইতিমধ্যেই আমরা সম্ভব্য বেশ কিছু কারণ সম্পর্কে জানিয়েছি। এবার সেটার আলোকে চিকিৎসা করতে হবে। উল্লেখ্য যে, যেকোনো রোগ সংক্রান্ত কিছুর চিকিৎসা করার ক্ষেত্রে Vet এর পরামর্শ নেয়া জরুরি। তবে  নিচে কিছু সাধারণ উপায় আলোচনা করা হলো:

  • চোখ পরিষ্কার করা

বিড়ালের চোখ দিয়ে পানি পড়লে প্রথমে চোখ পরিষ্কার করুন। একটি নরম কাপড় বা তুলা গরম পানিতে ভিজিয়ে চোখের চারপাশের ময়লা পরিষ্কার করুন।

  • ভেটেরিনারির পরামর্শ নেওয়া

যদি চোখ দিয়ে পানি পড়ার পাশাপাশি অন্যান্য লক্ষণ (যেমন চোখ লাল হওয়া, ফুলে যাওয়া, বা পুঁজ জমা) দেখা দেয়, তাহলে দ্রুত ভেটেরিনারির সাথে যোগাযোগ করুন।

  • চোখের ড্রপ ব্যবহার

ভেটেরিনারির পরামর্শ অনুযায়ী বিড়ালের চোখের ড্রপ ব্যবহার করুন। এটি ইনফেকশন বা অ্যালার্জির সমস্যা কমাতে সাহায্য করবে। (NB: নিম্মে আমরা কিছু কমন ড্রপের কথা জানিয়ে দিয়েছি) 

  • চোখের রোগের চিকিৎসা

তবে যদি বিড়ালের চোখে ছানি, চোখ উঠা, বা অন্য কোনো রোগ ধরা পড়ে, তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ বা সার্জারির প্রয়োজন হবে।

বিড়ালের চোখ দিয়ে পানি পড়া বন্ধ করার উপায়

যখন আপনার বিড়ালের চোখ দিয়ে পানি পড়বে তখন তাৎক্ষনিক তা বন্ধ করত চোখটিতে ভালোভাবে মুছে দিন। চোখে কেতুর জমলে তাও পরিষ্কার করে দিন। এরপর একটি ভালো মানের চোখের ড্রপ (অবশ্যই Vet এর পরামর্শে) তা দিয়ে দিন। 

ড্রপ দেয়ার সময় চোখ খোলা রাখা অবস্থায় দিবেন এবং ১ ফোটা চোখে ঢেলে কয়েকবার হাত দিয়ে চোখ বন্ধ ও খুলে দিবেন যাতে ভালোভাবে ড্রপটি চোখে যেতে পারে। এভাবে প্রতি ১২ ঘন্টা পর পর দিলে ৩ দিনের মধ্যেই বিড়ালের চোখ দিয়ে পানি পড়া বন্ধ হয়ে যাবে। 

বিড়ালের চোখ ফুলে গেলে করণীয়? 

বিড়ালের চোখ ফুলে গেলে তা গুরুতর সমস্যার লক্ষণ। এক্ষেত্রে দ্রুত পশুচিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তিনি হয়তো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টি-ইনফ্লেমেটরি ওষুধ দিতে পারেন। তবে প্রাথমিক ভাবে যা করতে পারেন তা হলো পরিষ্কার নরম কাপড় বা তুলো দিয়ে হালকা গরম পানি দিয়ে চোখ মুছে দেয়া। 

এরপর ফুলে যাওয়া কমাতে কুসুম গরম পানিতে ভেজানো কাপড় চিপকে বিড়ালের চোখের উপর কয়েক সেকেন্ড ধরে রাখুন। আপনার বিড়ালকে ধুলো-ময়ামুক্ত ও পরিস্কার জায়গায় রাখুন। তবে বিড়াল যদি বারবার চোখ চুলকায়, তাহলে কোলার ব্যবহার করুন। PriyoPets থেকে রিজেনেবল প্রাইজে ভালো মানের Cat Collar পেয়ে যাবেন। 

বিড়ালের চোখের রোগ ও প্রতিকার

এই পর্যায়ে আমরা বেশ কিছু রোগ নিয়ে আলোচনা করবো যার সাথে সরাসরি চোখের পানি পড়া কানেক্টেড। পাশাপাশি উক্ত রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে ব্যাসিক কিছু বার্তা দেয়ার চেষ্টা করবো। 

১) বিড়ালের চোখ উঠা

বিড়ালের চোখ উঠা বা কনজাংটিভাইটিস একটি সাধারণ সমস্যা। এর লক্ষণগুলো হলো চোখ লাল হওয়া, ফোলা এবং পানি পড়া। এই রোগের কারণ হতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস বা অ্যালার্জি। এবং প্রতিকার হলো পশুচিকিৎসকের আলোকে গ্রহণ করা অ্যান্টিবায়োটিক ড্রপ বা মলম।

২) বিড়ালের চোখে ছানি

বিড়ালের চোখে ছানি হলে চোখের লেন্স ঘোলা হয়ে যায়, চোখের উপরে একটা সাদা লেয়ার দেখা যায় যার কারণে বিড়ালের দেখতে অসুবিধা হয়। আর ছানির একমাত্র চিকিৎসা হলো সার্জারি। তবে কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন দ্বারা ভালো করা সম্ভব যা Vet বিড়ালের কন্ডিশনের আলোকে বলতে পারবে। 

৩) বিড়ালের চোখের কেতুর

আপনার বাসার পোষা বিড়ালটির চোখে কি কেতু জমছে? এই সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে ছোট বিড়ালদের মধ্যে দেখা যায়, বিশেষ করে দুই থেকে তিন মাস বয়সী বিড়ালদের। এই সমস্যা এক বিড়াল থেকে আরেক বিড়ালে ছড়াতে পারে। 

বিড়ালের চোখে কেতুর হওয়ার প্রধান কারণ হলো ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ। ছোট বিড়ালদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় তারা এই সমস্যায় বেশি ভোগে। তবে এখানে ভয় পাওয়ার মত কিছু নেই স্বাভাবিক চিকিৎসায় এটা ভালো হয়। আবার কিছু কিছু সময় একা একাই ভালো হয়ে যায়। 

বিড়ালের চোখের সমস্যার ঔষধ 

এবার আসুন জেনে নেয়া যাক কিছু ঔষধের সম্পর্কে। বিড়ালের চোখের যেকোনো সমস্যার জন্য সাধারণত দুই ধরনের মেডিসিন দেয়া হয়ে থাকে। যেগুলো হলো: 

১) অ্যান্টিবায়োটিক ড্রপ: ব্যাকটেরিয়াল সংক্রমণের জন্য এটি ব্যবহার করা হয়। যেমন – ক্লোরামফেনিকল বা সিপ্রোফ্লক্সাসিন ড্রপ।

২) অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রপ: জ্বালা কমানোর জন্য এটি ব্যবহার করা হয়। যেমন – প্রেডনিসোলন ড্রপ।

তবে বিড়ালের চোখ দিয়ে পানি পড়া সমস্যার সমাধানের জন্য বিড়ালের চোখের ড্রপ নাম হলো সাইপ্রোসিন ড্রপ। 

বিড়ালের চোখের সমস্যা সমাধানে সাইপ্রোসিন 0.3% আই ড্রপ খুবই কার্যকর। এটি আপনি যেকোনো ফার্মেসিতে পাবেন, দাম মাত্র ৫০ টাকা। এই ড্রপটি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের তৈরি, যা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে।

কিভাবে সাইপ্রোসিন ড্রপ ব্যবহার করবেন?

প্রথমেই ড্রপের ক্যাপটি ডানদিকে ঘুরিয়ে খুলুন। এরপর ড্রপের মুখে একটি ছিদ্র করে নিন। এরপর বিড়ালের চোখে এক ফোঁটা ড্রপ দিন। দিনে দুইবার, সকালে ও রাতে ড্রপ দিলেই যথেষ্ট। কিংবা ১২ ঘনটা পর পর দিতে পারেন। 

মনে রাখবেন, ড্রপ দেওয়ার পর বিড়ালটি কিছুক্ষণ ঘুমাতে পারে। এটি স্বাভাবিক। দুই থেকে তিন দিন ড্রপ দিলেই বিড়ালের চোখের সমস্যা কমে যাবে। 

বিড়ালের চোখ দিয়ে পানি পড়া বিষয়ক FAQ

১) বিড়ালের চোখ দিয়ে পানি পড়লে কি করা উচিত?

বিড়ালের চোখ দিয়ে পানি পড়লে প্রথমে ভালোভাবে পর্যবেক্ষণ করুন। দেখুন, আর কোনো উপসর্গ আছে কিনা, যেমন – চোখ লাল হওয়া, ফোলা, বা ব্যথা। এরপর দ্রুত পশুচিকিৎসকের কাছে যান। এরপর তার পরামর্শ অনুযায়ী কাজ করুন। যদি সমস্যা গুরুতর না হয় তবে ব্যাসিক ড্রপ ব্যবহারেই বিড়াল ঠিক হয়ে যাবে। 

২) বিড়ালের চোখের মণির ওপর আলগা পর্দা পড়ার কারণ কি? 

বিড়ালের চোখের মণির ওপর আলগা পর্দা পড়ার স্পষ্ট কারণ হলো রোগ। কিন্তু কি রোগ? চলুন কয়েকটি রোগ সম্পর্কে জানি:

কর্নিয়াল সিকোয়েস্ট্রাম: এটি সাধারণত বিড়ালের মধ্যেই দেখা যায়, যেখানে চোখের কর্নিয়ার কিছু অংশ কালো বা বাদামী হয়ে যায়।

ইওসিনোফিলিক: এটি একটি অটোইমিউন রোগ, যাতে চোখের কর্নিয়াতে জ্বালা হয় এবং সাদা বা গোলাপী রঙের পর্দা দেখা যায়।

প্যানাস: এটি কুকুরের মধ্যে বেশি দেখা যায়, তবে বিড়ালেরও হতে পারে। এতে চোখের কর্নিয়াতে রক্তনালী এবং পিগমেন্টেশন দেখা যায়। 

৩) বিড়ালের চোখে সাদা পর্দা দেখা দিলে কি করবো? 

বিড়ালের চোখে সাদা পর্দা দেখা দিলে দ্রুত ভেটের কাছে যাওয়া উচিত। এটি ছানি, গ্লুকোমা বা অন্য কোনো গুরুতর রোগের লক্ষণ হতে পারে। Vet পরীক্ষা করে সঠিক রোগ নির্ণয় করতে পারবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা শুরু করতে পারবেন।

চূড়ান্ত মন্তব্য 

পুরো আর্টিকেল জুড়ে বিড়ালের চোখ দিয়ে পানি পড়ে কেন, এবং পড়লে তার সমাধান কি হতে পারে সেই বিষয়েই জানিয়েছি। আশা করছি আপনার ছোট বিড়ালের চোখের সমস্যার সমাধান বিষয়ক তথ্য উক্ত আর্টিকেলের দ্বারা দিতে সক্ষম হয়েছি। যদি আপনার বিড়ালের চোখের সমস্যার সমাধানের জন্য Vet এর পরামর্শের প্রয়োজন হয় এবং আপনি চাচ্ছেন Online এ সেই সুবিধা গ্রহণ করতে, তবে PriyoPets এর Online Vet এর সাথে পরামর্শ করে নিতে পারেন।

author-avatar

About Salim Mahamud

I am the author of PriyoPets. Here I publish very helpful content about cat health, cat food, cat behavior, and other things that a cat owner needs to know. Personally, I am also a cat lover, and I have two cats also, so I have good knowledge about it.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *