আপনি কি একজন বিড়াল প্রেমী? আপনার ঘরে একটা বা একাধিক বিড়াল রয়েছে? কিংবা নতুন করে পালার জন্য একটি বিড়াল বাসায় নিয়ে আসে তবে জানেন না যে বিড়ালকে কি খাওয়াতে হবে? আপনার উদ্দেশ্য যাই হোক না কেন বিড়ালের খাবার কি কি সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আর্টিকেলটির মাধ্যমে।
মনে রাখতে হবে সব ধরনের খাবার বিড়ালকে দেওয়া যাবে না। সাধারণত মানুষ যে মশলা জাতীয় খাবারগুলো খায় সেগুলো বিড়ালকে আমাদেরকে বিরত থাকতে হবে। এখানে প্রশ্ন হলে বিড়ালের খাবারের নাম কি কোন খাবার গুলো বিড়ালকে খাওয়ানো উচিত? যার জন্য এক এক করে বিড়ালের জন্য উপযুক্ত খাবারগুলো নাম এবং কিভাবে তা খাওয়াবেন তা বিস্তারিতভাবে দেওয়া হলো।
বিড়ালের খাবার কি কি? || What Do Cats Eat
সাধারণত বিড়াল খুব রুচিশীল প্রাণী।আপনি যখনই বিড়াল পালা শুরু করবেন তার কিছুদিনের মধ্যে আপনি বুঝে যাবেন যে আপনার বিড়াল কি ধরনের খাবার বেশি পছন্দ করছে আর কোন খাবার গুলো পছন্দ করছে না তার পরেও আপনার সতর্কতা অবলম্বন করতে হবে এমন কোন খাবার খাওয়ানো যাবে না যেগুলো বিড়ালে যে স্বাস্থের জন্য ক্ষতিকর।
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা জানে না বিড়াল কত বছর বয়স থেকে শক্ত খাবার খাওয়া শুরু করে। সাধারণত একটা বিড়াল ছানা প্রায় প্রথম তিন সপ্তাহ পর্যন্ত কোন প্রকার শক্ত খাবার খেতে পারে না। এই সময়ে বিড়াল ছাড়া শুধুমাত্র দুধ আর পানি খেয়ে বেঁচে থাকে। তবে যখনই বিড়ালের বয়স তিন থেকে চার সপ্তাহে পা রাখবে তখন থেকেই বিড়াল শক্ত খাবারের প্রতি আগ্রহ দেখাবে।
বিড়ালের খাবার হিসেবে মাছ || Fish as a Cat Food
বিড়ালের খুব পছন্দের একটি খাবার হচ্ছে মাছ। তবে আমাদের মধ্যে অনেকের ধারণা এই যে বিড়াল কাঁচা মাছ খেতে বেশি পছন্দ করে। প্রকৃতপক্ষে ধারণাটি সত্যি নয় কেননা কাঁচা মাছ বিড়াল বাধ্য হয়ে খায়। তবে আপনি যদি বিড়াল বাসায় পালন করেন তবে চেষ্টা করবেন বিড়ালকে সিদ্ধ মাছ খাওয়াতে। মনে রাখতে হবে বিড়ালকে মশলা সম্পন্ন মাছ খাওয়াবেন না।
মাছের রয়েছে প্রোটিন এবং ওমেগা থ্রি, যা ফ্যাটি এসিডের ভালো একটি উৎস।এটা বিড়ালের দৃষ্টিশক্তি জয়েন্ট এবং মস্তিষ্ক গঠনে সহায়তা করে। মাছ খাওয়ানোর সময় অবশ্যই কাঁটা বেছে বিড়ালকে খাওয়াবেন কেননা কাটা বিড়ালের তাতে আটকে গেলে অনবরত বমি হতে পারে। যদিও আমাদের সমাজে একটা প্রচলিত ধারণা এইয়া রয়েছে যে বিড়াল মাছের কাটা খেতেই বেশি পছন্দ করে যা কিনা সত্যি নয়, বিড়াল কাঁচা মাছ কিংবা মাছের কাঁটা তখনই খায় যখন তার কাছে অন্য কোন উপায় থাকে না খাবারের।
বিড়ালকে আপনি বিভিন্ন ধরনের মাছ খাওয়াতে পারেন। এগুলোর মধ্যে রয়েছে – টুনা, রুই, কাতলা, তেলাপিয়া (কাঁটা ছাড়া) চেষ্টা করবেন ভেতরের জন্য মাছ আলাদা কেনার এবং আলাদা সিদ্ধ করে খাওয়ানোর।
বিড়ালের খাবার হিসেবে মাংস || Meat as a Cat Food
আপনি হয়তো ইতিমধ্যে জানেন যে বিড়াল একটি মাংসাশী প্রাণী। তাই তাদের খাবারের তালিকায় অবশ্যই মাংস রাখা জরুরি। সাধারণত বিড়ালের শরীরে আঁশযুক্ত খাবার সহজে হজম হয় না। এক্ষেত্রে চরবিহীন প্রোটিনের একটি ভালো উৎস হল মুরগির মাংস। অনেকটা আদর্শ খাবার বলা চলে বিড়ালের জন্য।
পাশাপাশি আপনি চাইলে গরুর মাংস খাওয়াতে পারেন তবে গরুর মাংস খাওয়ার ফলে বিড়ালের পটিতে কিছুটা সমস্যা হয়। এবং মাছের মত মাংস বিড়ালকে সিদ্ধ করে খাওয়ানো উচিত। কখনোই বিড়ালের খাবারে মসটা যুক্ত করবেন না।
বিড়ালের খাবার হিসেবে ডিম || Egg as a Cat Food
প্রতি সপ্তাহে দুই থেকে তিন বার বিড়ালকে ডিম খাওয়ানোর ব্যবস্থা করলে বিড়ালের শরীর সুস্থ থাকে। প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন বি সম্পন্ন খাবার হচ্ছে ডিম। পাশাপাশি ডিম বিড়ালের জন্য খুব নিরাপদ একটি খাবার। বিড়াল কি খাওয়ানোর জন্য যে কোন ডিম ব্যবহার করতে পারেন হতে পারে এটা মুরগির ডিম কিংবা হাঁসের ডিম। বিড়াল সাধারণত সব ধরনের ডিম খেয়ে থাকে। যদি জিজ্ঞেস করেন আদর্শ প্রোটিন সম্বন্ধ বিড়ালের খাবার কি তবে সেটা হবে ডিম।
অন্যান্য বিড়ালের খাবারের নাম
১) রুটি – প্রোটিন এবং ফাইবারের একটি ভালো উৎস হলো রুটি কিছু কিছু বিড়াল রয়েছে যারা রুটি খেতে পছন্দ করে আবার কিছু কিছু বিড়াল রয়েছে রুটি খেতে পছন্দ করে না। আপনি আপনার বিড়ালকে রুটি খাওয়ানোর চেষ্টা করে দেখবেন যদি আপনার বিড়াল দুটি পছন্দ করে তাহলে এটাকে রেগুলার খাওয়াতে পারে তবে যদি পছন্দ না করে সেটাকে জোর করে খাওয়ানো উচিত হবে না। যেহেতু বিড়াল একটি মানব বন্ধন প্রাণী তাই প্রায় সময় মানুষ যে সকল খাবার খায় বিড়াল একই জিনিস খেয়ে থাকে।
২) মিষ্টি কুমড়া – অনেক বিড়াল রয়েছে যারা মিষ্টি কুমড়া খুব পছন্দ করে। কুমড়াতে রয়েছে সর্ব পরিমাণের ক্যালরি এবং ফাইবার যা কিনা বিড়ালের মলের সমস্যা সমাধান করতে সক্ষম। বিড়াল যদি অস্বাভাবিক বলের সমস্যায় ভুগে থাকে তবে মিষ্টি কুমড়া হল তার কাছে ঔষধের মতো। তাই বিড়ালের খাবার কি কি এই বিষয়ক প্রতিবেদনে কুমড়ার কথাটি উল্লেখ করেছি। আপনি বিড়ালের খাবারের তালিকায় কুমড়া কেউ যুক্ত করতে পারেন
৩) পালং শাক – আপনি জেনে অবাক হবেন যে বিড়াল মানুষের মতোই পালং শাক খেতে পারে। পালং শাকে রয়েছে ভিটামিন এই সি এবং কে পাশাপাশি আয়রন এবং ক্যালসিয়াম সহ ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি খাবার। এটি বিড়ালের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। তবে ভালোবাসার কে কখনো রান্না করে খাওয়াবেন না পালংশাক সিদ্ধ করে বিড়ালকে খেতে দেবেন।
৪) তরমুজ – আপনি কি জানেন যে বিড়াল তরমুজ খুব পছন্দ করে? তরমুজে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বিফাইভ এবং ভিটামিন সি পাশাপাশি রয়েছে খনিজ এবং পটাশিয়াম। তবে তরমুজ খাওয়ানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোন ভাবে যেন তরমুজের বিচি বিড়ালের পেটে না যায় পাশাপাশি এটা বেশি পরিমাণে খাওয়ানো যাবে না।
৫) কলা – বিড়ালের খাবার কি কি এই বিষয়ক একটি আর্টিকেলে কলার নাম উঠে আসাতে খুব অবাক হবেন না কেননা বিড়াল কলা খেতে পারে এবং এটি বিড়ালের একটি নিরাপদ খাবারের মধ্যে পরে। যদিও এটি একটি নিরাপদ খাবার তবে আপনার বিড়ালেরিক দৈনিক ক্যালরি গ্রহণের দশ শতাংশের বেশি কলা খাওয়ানো উচিত না।
প্যাকেটজাত বিড়ালের খাবার
বর্তমানে বিড়ালের প্যাকেটজাত খাবার পাওয়া যায় এটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে এগুলো হচ্ছেঃ
Dry Food বা শুকনো খাবার
Dry Food বিড়ালের জন্য একটি সুবিধা জনক খাবার যা সহজেই বিড়ালের জন্য রেডি করা হয়ে থাকে। বিড়ালকে প্রতিদিন একবার নির্দিষ্ট পরিমাণের Dry Food খাওয়ানো যেতে পারে। এ সকল প্যাকেটজাত Dry Food গুলো বিড়ালের জন্য উপকারী আবার ক্ষতিকরও হয়ে থাকে। তবে বিড়ালের জন্য Dry Food বাছাইকরণের অবশ্যই ভালো মানের Dry Food কেনা উচিত। জনপ্রিয় কিছু Dry Food ব্র্যান্ড এর নাম:
- Royal Canin
- Hill’s Science Diet
- Purina Pro Plan
- Wellness Complete Health
- Orijen
Wet Food বা ভেজা খাবার
Wet Food সাধারণত মাছ-মাংস শাকসবজি এবং অন্যান্য উপকারী উপাদান দিয়ে তৈরি করা হয়ে থাকে। এটিও প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়। Wet Food বা ভেজা খাবার গুলোতে পানির পরিমাণ ঠিক থাকে এবং বিড়ালের কাছে স্বাদেও মজাদার হয়। যদিও Wet Food গুলোতে কিছুটা অসুবিধা আছে যেমন এগুলোর দাম তুলনামূলক বেশি এবং দ্রুত নষ্ট হয়ে যায়। জনপ্রিয় কিছু Wet Food ব্র্যান্ডের নাম:
- Royal Canin Feline Health Nutrition
- Hill’s Science Diet Adult Wet Cat Food
- Purina Pro Plan Savor Shredded Blend Wet Cat Food
- Blue Buffalo Wilderness Pate Wet Cat Food
- Instinct Raw Boost Grain-Free Recipe Natural Wet
বাংলাদেশে পাওয়া যায় এমন বিড়ালের খাবারের নাম
বর্তমানে বাংলাদেশে পাওয়া যায় এমন অনেক বিড়ালের খাবার রয়েছে, মানুষ তার শখের পোষা বিড়ালের জন্য বেস্ট খাবারটাই নিয়ে আসতে চায় আর সেই কারণেই Priyo Pets আপনাকে শতভাগ নিশ্চিত করে নিয়ে এসেছে অথেন্টিক বিড়ালের খাবার। বর্তমানে আমাদের এখানে বিড়ালের যে খাবার গুলো বিধ্যমান সেগুলো হলো:
বিড়ালের জন্য ক্ষতিকর খাবার কি কি?
চকলেট এবং ক্যাফেইনযুক্ত পানীয়: চকলেটে থিওব্রোমাইন এবং ক্যাফেইন থাকে যা বিড়ালের জন্য বিষাক্ত। এসব খাবার বিড়ালের বমি, ডায়রিয়া, তৃষ্ণার্ততা, অতিরিক্ত প্রস্রাব, উত্তেজনা এবং এমনকি মৃত্যুর কারণ হতে পারে।
পেঁয়াজ এবং রসুন: উভয়ই বিড়ালের জন্য বিষাক্ত এবং লোহিত রক্ত কণিকাকে ভেঙে ফেলতে পারে, যার ফলে রক্তাল্পতা হতে পারে।
আঙ্গুর এবং কিশমিশ: বিড়ালের জন্য বিষাক্ত এবং বিড়ালের কিডনি ফেইলোরের হতে পারে।
হাড়: ভেঙে যেতে পারে এবং বিড়ালের মুখ, গলা এবং পেটে আঘাত করতে পারে। গলায় আটকে যেতে পারে, শ্বাসকষ্ট বা বমি করার কারণ হতে পারে।
তাছাড়া আরো রয়েছে: কাঁচা ডিম, মদ্য, অতিরিক্ত লবণযুক্ত খাবার যা বিড়ালের জন্য ক্ষতিকর।
বিড়াল কোন খাবারে শক্তি দেয়?
এটা সাধারণত বিভিন্ন বিড়ালের জাত এবং বয়সের উপর নির্ভর করে। বিড়াল ছানা যে খাবারের শক্তি পায় তা প্রাপ্য বয়স্ক বিড়ালের জন্য প্রযোজ্য নাও হতে পারে। তবে স্বাভাবিকভাবে বিড়াল যে সকল খাবার খাওয়ার ফলে সুস্থ থাকে সেগুলো হলোঃ
১) প্রোটিন: মাংসাশী প্রাণী হওয়ার কারনে তাদের খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকা প্রয়োজন। ২) ২) ২) কার্বোহাইড্রেট: কার্বোহাইড্রেট মূলত বিড়ালের শক্তির উৎস তবে অতিরিক্ত দেয়া উচিৎ নয়।
৩) চর্বি: চর্বি শক্তির আরেকটি উৎস এবং ভিটামিন শোষণে সাহায্য করে। তবে অতিরিক্ত চর্বি ক্ষতিকর।
৪) ভিটামিন এবং খনিজ: বিড়ালের সুস্থতার জন্য প্রয়োজন।
আপনার প্রশ্ন সমূহের উত্তর
১) বিড়াল কি কি সবজি খায়?
বিড়াল যেসকল সবজি খায় সেগুলো হলো: লেটুস, কুমড়া, সবুজ শিম, গাজর এবং পালং শাক।
২) বিড়াল কি বিস্কুট খায়?
নাহ, বিড়ালের জন্য বিস্কুট এড়িয়ে চলাই ভালো। বিড়াল বিস্কুট খেতে পছন্দ করে না।
৩) বিড়ালের সবচেয়ে ভালো খাবার কোনটি?
বিড়ালের সবচেয়ে ভালো খাবার হলো মাংস (মুরগি), মাছ (কাঁটা ছাড়া) ও Cat Food
৪) বিড়াল কি মাছের কাঁটা খায়?
খায়, তবে বিড়ালকে মাছের কাঁটা খাওয়ানো উচিৎ নয়, এতে করে বিড়ালের গলায় কাঁটা বিধে ব্যাথা ও বমি হতে পারে। বিড়ালকে কাঁটা ছাটা মাছ খাওয়াতে হবে।
৫) বন বিড়াল কি কি খায়?
বন বিড়ালের খাবার হলো: ঘাসফড়িং জাতীয় বড় পোকা, খরগোস, ইঁদুর, পাখি, পোকামাকড়, গিরগিটি, ব্যাঙ, মাছ, মুরগি, হরিণ, ছাগল ইত্যাদি।
পরিশেষে কিছু কথা
এবারের আর্টিকেলে বিড়ালের খাবার কি কি, বিড়ালের খাবারের নাম সহ বিড়াল যে সকল খাবারগুলো পছন্দ করে এবং যে খাবারগুলো বিড়ালের স্বাস্থ্যর জন্য উপকারী এমন সকল খাবারের কথা উল্লেখ করা হয়েছে। বিড়াল পালনের ক্ষেত্রে বিড়ালের খাবার সম্পর্কে অবগত থাকা খুব জরুরী। বিড়ালকে ঠিকমতো খাবার খাওয়ালে বিড়াল সুস্থ সবল থাকে এবং দীর্ঘদিন বেঁচে থাকে। বিড়ালের যত্ন নিন এবং Cat Food সংক্রান্ত সকল তথ্যের জন্য চলে আসুন Priyo Pets ওয়েবসাইটে।